পশ্চিমবঙ্গের রেলের জন্য রেকর্ড বাজেট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শুক্রবার এক বৈঠকে রেলমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন, রেল ব্যবস্থার পরিবর্তন হলে দেশও পরিবর্তিত হবে। তাই রেল পরিষেবার উন্নয়নের জন্য তিনি একাধিক উদ্যোগ নিয়েছেন। ২০১৪ সাল থেকে রেল বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি বছর রেখে রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের জন্য এবার ১১ হাজার ৯৭০ কোটি টাকা রেকর্ড বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ৯৩ টি রেল স্টেশনের পরিকাঠামো উন্নয় করা হচ্ছে তিনি আরও বলেছেন, পূর্ব রেলওয়ের জন্য রেকর্ড ৩৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পূর্ব রেলের জন্য বরাদ্দ ২০২২-২০২৩ অর্থবর্ষে ২ হাজার ৯৪২.৪৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩-২০২৪-এ ৪ হাজার ৭৮.৮৮ কোটি হয়েছে।