পকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে দেশ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এদিকে, পিটিআই-র ১৬ জন কর্মীকে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে বিচারের জন্য।সরাসরি পাকিস্তান সেনার আইন ও গোপনীয়তা ভঙ্গের অন্যান্য কঠোর আইনে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ইমরান খানের দল থেকে পদত্যাগ করছেন একের পর এক নেতা। সব মিলিয়ে পাকিস্তানে ক্রমেই বাড়ছে গৃহযুদ্ধের পরিস্থিতি।তবে ইমরান খান জানিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তান ছাড়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর।এরপরেই কটাক্ষ করে পিটিআই নেতা বলেছেন, তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানাতে চান, তাঁর নাম ওই তালিকায় রাখার জন্য। যদিও তাঁর বিদেশে কোনও সম্পত্তি, ব্যবসা এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। শুধুমাত্র ইমরান খান নয়, তাঁর দলের কয়েকজন শীর্ষ নেতা ও পাক সংসদের প্রাক্তন সদস্যের উপরেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।