Tuesday, April 23, 2024
Top Newsপাগড়ি পরলেই খালিস্তানি, প্রশ্ন মমতার

পাগড়ি পরলেই খালিস্তানি, প্রশ্ন মমতার

পাগড়ি পরলেই খালিস্তানি? সন্দেশখালি যাওয়ার পথে রাজ্য পুলিশের এসএসআইবি যশপ্রীত সিংকে উদ্দেশ্য করে বিজেপি প্রতিনিধিদের মধ্য থেকে মন্তব্যের ভিডিও সামনে আসার পরেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন রাজ্যের শিখ ভাইবোনদের সম্মানহানি হয় এমন কোনও চেষ্টা তিনি মেনে নেবেন না। একইসঙ্গে জানিয়েছেন যেকোনও মূল্যের বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি ও তাঁর সরকার বদ্ধ পরিকর। এরপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং সায়নী ঘোষ প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন পরিকল্পিতভাবে রাজ্যের সাম্প্রদায়িক ঐতিহ্য নষ্ট করতে চাইছে বিজেপি। তৃণমূল নেতৃত্ব যখন প্রেস কনফারেন্স করছে তখন আসানসোলে অগ্নিমিত্রা পালের নির্বাচনী অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে এইভাবে ধর্ম তুলে মানুষকে অসম্মান করা বিজেপির রীতি। এখন তা সামনে আসছে।  অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি তিনি বা তাঁর সঙ্গীদের মধ্য থেকে কেউ এই জাতীয় মন্তব্য করেননি। শিখদের প্রতি তাঁর সম্মান রয়েছে। এমনকি স্বাধীনতা সংগ্রামে শিখ নেতৃত্বের ভূমিকাও স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে।

More News

চাকরি বাতিলে শিক্ষা দফতরের দিকে দায় ঠেললেন মমতা

0
অমিত শাহ যখন ঘুষের জন্য ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তখন ২...

ভোট মিটলেই ছাড়া পাবেন অনুব্রত, দাবি মমতার

0
ভোট মিটলেই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হবে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে প্রচারে...

বিজেপির কথায় ২৬ হাজার চাকরি বাতিল, জবাব মমতার

0
বিজেপির একটা কথায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তারাপীঠের সভা থেকে অমিত শাহকে পাল্টা...