বুধবার সকাল থেকেই পাঠান ঝড় উঠেছে কলকাতায়। পরিস্থিতি এমন দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল।
শাহরুখ ফ্যানদের ভিড় সামলাতে নামতে হয় পুলিশকেও। বুধবার ভোর থেকেই বিভিন্ন হলে ফ্যানেদের ভিড় চোখে পড়েছে। বিভিন্ন সিনেমা হলে তাসা, ঢোল নিয়ে ভিড় জমিয়েছেন শাহরুখ ভক্তরা। ফাস্ট ডে ফাস্ট শো দেখতে উপচে পড়েছে ভিড়। কোথাও কোথাও মিছিল করে হলে এসেছেন কিং খানের ফ্যানেরা।