Sunday, March 26, 2023
বিনোদনপাঠান : শাহরুখ এখনও জিন্দা হ্যায়

পাঠান : শাহরুখ এখনও জিন্দা হ্যায়

দীর্ঘ চার বছর পর শাহরুখ খানের ছবি, মাঝে পর পর বক্স অফিসে ব্যর্থ। কিন্তু তাতে শাহরুখকে নিয়ে উন্মাদনায় কোনও ভাটা পড়েনি। তিনি এখনও বলিউডের বাদশা। তাই বছরের শুরুতে পাঠান মুক্তি নিয়ে কোনও রাজনৈতিক দল ভোরবেলা থেকে মাল্টিপ্লেক্সের সামনে দর্শকের ভিড় আটকাতে পারেনি।

হাজার বিতর্কের মাঝেও জিতে গিয়েছেন বাদশা। পাঠান প্রমাণ করে দিয়েছে শাহরুখ এখনও,জিন্দা হ্যায়। গল্প কেমন? নাচ-গান,প্রেম শাহরুখ খানের ছবির অলঙ্কার মাত্র। এ বার শাহরুখ ছক্কা হাঁকিয়েছেন। মার্ভেলের ধাঁচে স্পাই ইউনিভার্স, যশরাজ ফিল্মসও সেই ফর্মুলা তৈরি করেছে ,গুপ্তচরদের ব্রহ্মাণ্ড। ছবির গল্প,দেশের অন্যতম সিক্রেট এজেন্ট পাঠান,শাহরুখ খান। হাজার চোট লাগলেও ফের ঘুরে দাঁড়ায়। হাতকড়া, ছুরি, কাঁচি, গুলি, গ্রেনেড, মিসাইল,কিছুই তাকে হারাতে পারে না। দেশের প্রতি তার নিষ্ঠা এবং শ্রদ্ধা অবিচ্ছেদ্য। পাঠান যে মিশনেই যায়, কখনও ব্যর্থ হয় না— ইত্যাদি। মানে যে কোনও স্পাই ফিল্মের নায়ক যেমন হয় আর কি। রুবিনা মানে দীপিকা পাড়ুকোন শত্রু দেশের ,সেটা কোন দেশ আর এই ধরনের ছবিতে আলাদা করে বলার প্রয়োজন হয় না,গুপ্তচর। দু’জনের একটি মিশনে কাছাকাছি আসা,গল্পে একাধিক মোড়,বিশ্বাসঘাতকতা,টেক্কা দেওয়ার মতো বুদ্ধিমান ভিলেন অর্থাৎ জন আব্রাহাম, শেষ মুহূর্তে দেশকে বাঁচানো,ফর্মুলা মেনে লেখা হয়েছে চিত্রনাট্য। ছবির মূল ফোকাস অ্যাকশন। এবং প্রত্যেকটি অ্যাকশন সিকোয়েন্স পপকর্ন খেতে খেতে উপভোগ করার মতো। দক্ষ হাতে পরিচালনা এবং সম্পাদনা করা হয়েছে। হিরোগিরি দেখানোর জন্য কোনও সিকোয়েন্সই খুব লম্বা টানা হয়নি।বরং অনেকগুলি অ্যাকশন সিকোয়েন্স গল্প জুড়ে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে সবচেয়ে উপভোগ্য অবশ্যই বিরতির কয়েক মিনিট পরের সিকোয়েন্সটা। সেখানেই ভাই-ভাই হাত মিলিয়ে দুষ্টের দমন করেন।গোটা সিকোয়েন্স জুড়ে আক্ষরিক ভাবেই একে অপরকে কাঁধ দিয়েছেন বলিউডের রক্ষকরা। এবং হল ফেটে পড়েছে জয়ধ্বনিতে ।

More News

বিশ্বে বাদশাকে টেক্কা রানির 

0
শাহরুখ খানের পাঠান’ই শেষকথা,তার পর অন্য চাল রানি মুখোপাধ্যায়ের। নরওয়েতে নজির গড়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস...

শাহরুখ-গৌরী বিয়েতে নাচলেন

0
অনন্যা পাণ্ডের কাকাতো বোন আলান্যা পাণ্ডে বিয়ের পিঁড়িতে বসলেন। তারকা পরিবারের মেয়ের এই বিয়েতে কয়েক...

শাহরুখের অ্যাকশনের দৃশ্য ফাঁস 

0
পাঠান ছায়াছবির দাপট কমতে না কমতেই নতুন ছবি জওয়ান-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ...