পাইপলাইনের কাজ করতে গিয়ে আচমকা ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পার্কসার্কাসে। জানা গিয়েছে বুধবার রাতে ডন বস্কো স্কুলের কাছে সুরাবর্দী অ্যাভিনিউয়ে পাইপলাইনের কাজের সময় হঠাত্ করেই ধস নামে।
তখনই মাটির তলায় চাপা পড়ে যান সন্দেশখালির বাসিন্দা বছর ২২-র সলমন মল্লিক। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সলমনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক মন্তব্য করে মেয়র ফিরহাদ হামিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।