পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা কার বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় ভোট প্রচারে এসে এমনই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও বলেছেন তৃণমূলের সমস্ত তাবড় তাবড় নেতা-মন্ত্রী যেমন এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পাল— কেউ কুলপতি হয়েছেন, কেউ চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন, কেউ গরু পাচার মামলায়, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন। এরপরই শাহ বলেছেন, সাধারণ জনগণ কেউ জীবনে একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন। কিন্তু তৃণমূলের এক মন্ত্রীর বান্ধবীর বাড়ির খাতের তলা ও আলমারির ভিতর দিয়ে ৫০ কোটি টাকা বেরোয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চান, এই ৫০ কোটি টাকা কার। ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি। প্রশ্ন তুলেছেন অমিত শাহ।