পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতার হওয়াকে ট্রেলর বলে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেছেন অপা ট্রেলর। আসল দেখতে পাবেন। দুর্নীতি ইস্যুতে আক্রমণ করে শুভেন্দু বলেছেন তৃণমূলের সততা তাঁর থেকে কেউ ভাল জানে না। ২০১১-য় ভোট করেছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের পয়সায়। ২৯৪ জন প্রার্থীকে ক্যাশ দিয়েছিল। একমাত্র উপেন বিশ্বাস প্রত্যাখ্যান করেছিলেন। ২০১৪-য় লোকসভা ভোট হয়েছিল কেডি সিংয়ের পয়সায়। আর একুশের ভোট হয়েছে ডিয়ার লটারির টাকায়। শুভেন্দু বোঝাতে চেয়েছেন তিনি যেহেতু সে সময় ওই দলেই ছিলেন তাই তৃণমূলের সততা তাঁর থেকে বেশি কেউ জানে না। অভিষেককেও আক্রমণ করে তিনি বলেছেন ২০১৪য় অভিষেক সাংসদ হওয়ার পরে বাংলায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এদিকে পার্থকাণ্ডের প্রতিবাদে তাঁরই এলাকায় মিছিল করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেহালা দক্ষিণের শীলপাড়া থেকে ১৪ নম্বর পর্যন্ত এই মিছিল ছিল বেশ বড় মাপের। যে দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান প্রধান অভিযুক্ত, সে দলের বাকি সদস্যরা কি তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক।