এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার আমেরিকা থেকে ফিরেই বিধাননগরে সিজিও কমপ্লেক্সে চলে যান তিনি।
নিয়োগ দুর্নীতিতে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই পার্থ-র জামাই কল্যাণময়কে ডেকে পাঠিয়েছিল ইডি। দুবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি আমেরিকায় থাকায় হাজিরা দিতে পারেননি। পশ্চিম মেদিনীপুরে পিংলা ডিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। স্কুলের নাম বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। এটি তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ফাউন্ডেশনের সৌজন্যে। ২০২১-এ স্কুলটি চালু হয়। ওই স্কুলে বিনিয়োগ নিয়ে কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।