Monday, September 25, 2023
খেলাপিছিয়ে পড়েও জয় পেল রিয়াল

পিছিয়ে পড়েও জয় পেল রিয়াল

করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়রদের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে পথ দেখালেন রদ্রিগো। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দু’ গোলে সেভিয়াকে হারাল কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল। এই জয়ে রানার্সআপ হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে স্পেনের সফলতম দলটি। টানা দু’ ড্রয়ের পর এবার হেরেই গেল শেষ দিকে দশ জনের দলে পরিণত হওয়া সেভিয়া।

ঘরের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। ব্রায়ান হিলের শট ব্লকড হওয়ার পর পেয়ে যান রাফা মির। তার জোরাল শট থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় ঠিকানা। চতুর্দশ মিনিটে রদ্রিগোর ব্যর্থতায় সমতা ফেরাতে পারেনি রিয়াল। লুকাস ভাসকেসের দারুণ ক্রস বিপজ্জনক জায়গায় পেয়ে যান রদ্রিগো। কিন্তু রাখতে পারেননি লক্ষ‍্যে। ২৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। তার ফ্রি কিক ফেরানোর চেষ্টাও করতে পারেননি সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো।৩৬ মিনিটে একটুর জন্যে বেঁচে যায় রিয়াল। এরিক লামেলার শট ব্যর্থ হয় পোস্ট লেগে। ছ’ মিনিট পর অনেকটা রদ্রিগোর মতো ব্যর্থতায় দলকে হতাশ করেন সেভিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার। আলেহান্দ্রো গোমেসের চমৎকার ক্রসে তিনি শট নেন অনেক উপর দিয়ে।দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বোনোকে একা পেয়েও বাইরে মারেন রদ্রিগো। ৫০ মিনিটে সেভিয়া ডিফেন্ডার মার্কোস আকুনার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৬৯ মিনিটে চমৎকার এক প্রতি-আক্রমণে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। সেভিয়ার বাজে এক ফ্রি কিকের পর টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে গতিতে এগিয়ে ও পায়ের কারিকুরিতে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন তিনি। ৮৩ মিনিটে বড় একটা ধাক্কা খায় সেভিয়া। দানি সেবাইয়োসকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন আকুনা। পাঁচ মিনিট পর ক্রুসের বুলেট গতির শট ঠেকিয়ে ব‍্যবধান বড় হতে দেননি সেভিয়া গোলরক্ষক।

More News

রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

0
স্প্যানিশ লা লিগায় নতুন সিজনের শুরুটা দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ।প্রথম পাঁচ ম্যাচেই জিতেছিল তারা।    তবে ষষ্ঠ...

৫ গোলের ‘থ্রিলার’ জিতল বার্সেলোনা

0
লা লিগায় নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। সিজনের প্রথম হারটা নিশ্চিতই মনে...

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে খরচ কত, জানতে চিঠি শুভেন্দুর

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফর বাবদ রাজ্যে সরকারের কত খরচ হল তা জানতে...