কলকাতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়ছে ডেঙ্গি। তবে কলকাতা শহরের ডেঙ্গির উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশ্বাস দিতে পারছেন না মেয়র ফিরহাদ হাকিম। তাই উৎসবের মরসুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাব মেয়র বলেছেন, যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যান্য শহরের তুলনায় এখনও কলকাতায় ডেঙ্গি অনেকটা কম।সেটা যাতে কম থাকে, সেই জন্য চেষ্টা হচ্ছে।
যে হেতু এখন আর লকডাউন নেই, করোনা নেই, মানুষের মুভমেন্ট রয়েছে।এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষ যাওয়া-আসা করছে।মানুষের এ রকম মুভমেন্টের কারণেই ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। কোথায় মশা কামড়াচ্ছে, তা তো বলা মুশকিল। মেয়র ফিরহাদ হাকিম আরও বলেছেন,প্রচার আরও বাড়ানো হচ্ছে।মানুষ যাতে সচেতন হয়,সেই চেষ্টা করে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার যে কাজগুলো রয়েছে, তার অন্যতম হল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। টেস্টিং টাইম আরও বাড়িয়ে দেওয়া। ডেঙ্গি ধরা পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করা। এবং তেমন পরিস্থিতি হলে ব্লাড কাউন্ট চেক করা, যাতে আক্রান্তকে সাহায্য করা যায়। মেয়র বলেছেন,প্রচারও হবে, পুজোও হবে।তাঁর কথায়,যেখানে জন্মেছেন, সেই জায়গার উপর দিয়ে ক্রান্তীয় রেখা গিয়েছে। সেখানে প্যাচপেচে আবহাওয়া থাকবে। সেখানে ডেঙ্গি ও আমাশয় হবে। তার মধ্যেই লড়াই করতে হবে। উল্লেখ্য, কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৩ জন। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ২ হাজার ৭৯০। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ বেড়ে গিয়েছে।