প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে পুরসভার বিভিন্ন পদের পরীক্ষার ওএমআর শিট মিলতেই চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাম আমলের দিকে আঙুল তুলেছে।
তিনি জানিয়েছেন ওই সময় সরাসরি পুরসভা নিয়োগ করত। তৃণমূল আসার পর সার্ভিস কমিশন হয়েছে। তখন নিয়োগ হয়েছে না দুর্নীতি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এদিকে নিয়োগ দুনীতিতে ইডির হাতে গ্রেফতার অয়ন শীলের বাড়ি থেকে যে ওএমআর শিট উদ্ধার হয়েছে তাঁর অধিকাংশই পুরসভার বিভিন্ন পদের পরীক্ষার। কোনওটি পিউঁন পদের জন্য, কোনটি আবার ক্লার্ক, শ্রমিকের চাকরির জন্য। প্রত্যেকটিতেই পরীক্ষার্থীদের সই রয়েছে। প্রোমোটার অয়নের বাড়িতে কোন পথে ওই ওএমআর শিটগুলো এল তা খতিয়ে দেখছে ইডির গোয়েন্দারা ।