রাজ্যের একাধিক পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ সামনে আসতেই বিভিন্ন দফতরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি বিক্রির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দফতরকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ।
ফিরহাদের বক্তব্য, আদালত এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। নিয়োগ দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পুরসভায় চাকরি হয়। ডিএম-এর তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু নিশ্চিত ভাবে সত্যিই কোথাও দুর্নীতি হয়েছে কিনা, তা তদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে।রাজ্যের ৬০ পুরসভায় ৫ হাজারের বেশি চাকরি বিক্রি হয়েছে বলে সম্প্রতি আদালতে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, অয়ন শীলের সল্টলেকের ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের মজদুর পদে চাকরির জন্য ওএমআর উত্তরপত্রের নথি মিলেছে।