নবজোয়ার যাত্রার ২৮ তম দিনে পুরুলিয়া চষে বেড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরে জনসংযোগে যোগ দিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি হলে আর কী ধরণের পরিষেবা পেতে চান তা গ্রামবাসীদের মুখ থেকে শুনেছেন।
রাস্তার ঘুরে ঘুরে মানুষের প্রয়োজন, অভাব অভিযোগের কথা শুনে যথাসম্ভব পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পুরুলিয়ার রঘুনাথপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে তৃণমূল কর্মীদের উত্সাহ ছিল চোখে পড়ার মত। এদিকে একটি ভিডিও পোস্ট করে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানায়নি গ্রামবাসীরা উল্টে চোর স্লোগান দিয়েছেন।