Monday, September 25, 2023
Top Newsপুরুলিয়া ডাকাতিতে গ্রেফতার ২, উদ্ধার কোটি টাকার গয়না 

পুরুলিয়া ডাকাতিতে গ্রেফতার ২, উদ্ধার কোটি টাকার গয়না 

সপ্তাহ দু’য়েক আগে পুরুলিয়ায় সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমে ডাকাতির ঘটনায় আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজনের নাম ওমপ্রকাশ, আরেকজনের নাম বাবলু সিং। 
ধৃত দুই অভিযুক্তর থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনা-হিরের অলঙ্কার।মিলেছে নগদও।দিল্লি, বিহার থেকে দু’জনকে গ্রেফতারের পরে আরও দুষ্কৃতীর হদিশ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বিহারের বাসিন্দা ওমপ্রকাশের নেতৃত্বেই ডাকাতি, দাবি পুরুলিয়া পুলিশের। এই ডাকাতির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। যদিও এখনও দুই অভিযুক্ত অধরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গত ২৯ অগাস্ট পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের বিপণিতে ৭ জনের দুষ্কৃতী দল লুঠপাট চালায়। যাবার আগে বিপণির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ায় এই ডাকাতির পরিকল্পনা হয়েছিল জেলে বসে। রীতিমতো রেকে করে পুরুলিয়া শহরের এই নামি গয়নার বিপণিতে লুঠ হয়।

More News

পুরুলিয়ায় এবার ব্যাঙ্কে হানা ডাকাতদলের

0
সেনকো গোল্ডে ডাকাতির পর এবার পুরুলিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক সংলগ্ন এটিএম লুঠের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

একই সময়ে রানাঘাট-পুরুলিয়ায় সেনকো গোল্ডে ডাকাতি

0
প্রায় একই সময়ে পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে কয়েক  কোটি টাকার সোনার গয়না লুঠে...