Wednesday, May 31, 2023
Top Newsপুর স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীতের চেষ্টা - ফিরহাদ

পুর স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীতের চেষ্টা – ফিরহাদ

পুরসভার স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীত করার চেষ্টা চলছে। নেতাজি ইন্ডোরে এডুকেশন ফেয়ারে এমনই মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি বাম আমলে স্কুল থেকে ইংরেজি তুলে দেওয়ার জন্য ১০ বছর একটা জেনারেশন পিছিয়ে গিয়েছে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে কলকাতা থেকে র‌্যাঙ্ক না করার কারণ হিসেবে তাঁর বক্তব্য বেশিরভাগ অভিভাবক বেঙ্গলি মিডিয়ামের প্রতি আগ্রহ হারাচ্ছেন। ছেলেমেয়ের সিবিএসই, আইসিএসই বোর্ডে পড়াশোনা করাচ্ছেন। এজন্য কলকাতা থেকে মেধাতালিকায় পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেছেন এখন পড়াশোনার অনেক দিক খুলে গিয়েছে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতায় ২৪১টি পুরস্কুলের মধ্যে ৭১টি ইংলিশ মিডিয়ামে উন্নীত করা হয়েছে। ৫ বছরের মধ্যে আরও ৮০ টি স্কুলকে ইংরেজি মাধ্যমের অধীনে আনা হবে। স্কুলে ইংলিশ মিডিয়াম চালুর সঙ্গে সঙ্গে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, প্লে জোন থেকে শুরু করে ইংলিশ কমিউনিকেশন স্কিল চালু করার প্রস্তুতিও চলছে।

More News

আফগানিস্তান বানাচ্ছে তৃণমূল, মন্তব্য দিলীপের, পাল্টা ফিরহাদ

0
রাজ্যকে আফগানিস্তান বানিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরে শুটআউটের ঘটনায় এভাবেই আক্রমণ করেছেন সর্বভারতীয় সহ...

পুর-নিয়োগ দুর্নীতি, প্রশ্ন তুললেন খোদ ফিরহাদ  

0
পুর-নিয়োগ দুর্নীতির মধ্যেই এবার পুরসভার নিয়োগ সংক্রান্ত ইস্যুতে মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।  মন্ত্রীর বক্তব্য দফতরে যদি কোনও অনিয়ম হয়, তাহলে দফতর নিশ্চিতভাবে তা খতিয়ে দেখে। যতদূর জানা গেছে, বিভিন্ন পুরসভায় কিছু নিয়োগ হয়েছে। সেই নিয়োগ কেন এজেন্সি দিয়ে করল, সেটা বুঝে উঠতে পারিনি। মন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছে, তা একপ্রকার স্বীকার করে নিচ্ছেন...

৩৫ আসনের লক্ষ্যে জোড়াসাঁকোয় শাহ, কটাক্ষ ফিরহাদের  

0
লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ৩৫ আসন জেতার লক্ষেই জোড়াসাঁকোয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য ৩৫ হবে...