পুরসভার স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীত করার চেষ্টা চলছে। নেতাজি ইন্ডোরে এডুকেশন ফেয়ারে এমনই মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি বাম আমলে স্কুল থেকে ইংরেজি তুলে দেওয়ার জন্য ১০ বছর একটা জেনারেশন পিছিয়ে গিয়েছে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে কলকাতা থেকে র্যাঙ্ক না করার কারণ হিসেবে তাঁর বক্তব্য বেশিরভাগ অভিভাবক বেঙ্গলি মিডিয়ামের প্রতি আগ্রহ হারাচ্ছেন। ছেলেমেয়ের সিবিএসই, আইসিএসই বোর্ডে পড়াশোনা করাচ্ছেন। এজন্য কলকাতা থেকে মেধাতালিকায় পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেছেন এখন পড়াশোনার অনেক দিক খুলে গিয়েছে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতায় ২৪১টি পুরস্কুলের মধ্যে ৭১টি ইংলিশ মিডিয়ামে উন্নীত করা হয়েছে। ৫ বছরের মধ্যে আরও ৮০ টি স্কুলকে ইংরেজি মাধ্যমের অধীনে আনা হবে। স্কুলে ইংলিশ মিডিয়াম চালুর সঙ্গে সঙ্গে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, প্লে জোন থেকে শুরু করে ইংলিশ কমিউনিকেশন স্কিল চালু করার প্রস্তুতিও চলছে।