পরনে জ্যাকেট, ট্রাউজার্স, চোখে রোদচশমা পুলিশকে বোকা বানাতে নতুন লুকে অমৃতপাল সিং। এ বার তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
এক সপ্তাহ পরেও এখনও ধরাছোঁয়ার বাইরে পাঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিং। গত শনিবার থেকে এই খলিস্তানি নেতাকে ধরতে উঠেপড়ে লেগেছে পাঞ্জাব পুলিশ। কিন্তু হাজারো চেষ্টার পরও পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অমৃতপাল সিং। পাশাপাশি ক্রমশ বদলাচ্ছেন জামা কাপড় থেকে শুরু করে লুকও। নানা ছদ্মবেশে পুলিশকে বোকা বানাচ্ছেন তিনি। গত ২০ মার্চ অমৃতসরে একটি সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করেছে পুলিশ। সাধারণত ধর্মীয় পোশাক পরতে দেখা যায় অমৃতপালকে। পুলিশের চোখে ধুলো দিতে সেই পোশাক ছেড়ে ট্রাউজার্স পরেছেন খলিস্তানি নেতা।পুলিশ জানিয়েছে, অমৃতসর থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে পালিয়ে ছিলেন অমৃতপাল। তার পর রওনা দেন দিল্লির উদ্দেশে। শুক্রবার একটি বাস টার্মিনালে সাধুর বেশে তাঁকে দেখা গিয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি এবং পাঞ্জাব পুলিশ।