ন্যাশনাল ওল্ডেজ পেনশন স্কিমে দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অযোগ্যদের থেকে কাটমানি আদায় করে তাদের নামে প্রকল্পে ঢোকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন ন্যাশনাল ওল্ডেজ পেনশন স্কিমে ১ লাখ ৬৬ হাজার ৪৫৩ জনের সুবিধে পাওয়ার কথা। ন্যাশনাল উইডো পেনশন স্কিমেও তালিকা থেকে ৬৮ হাজার ৬৩০ জনের টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু তালিকায় অযোগ্যদের ঢোকাতে প্রচুর পরিমাণে কাটমানি হবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী তা সঠিক নয় । রাজ্যবাসীর সামাজিক নিরাপত্তার জন্য রাজ্য সরকার বিজেপি সরকারের ওপর নির্ভরশীল নয় । রাজ্যকে ১০০ দিন এবং আবাস যোজনার টাকা আটকে রেখে বড় বড় কথা বলছে।