Wednesday, May 22, 2024
Top Newsপোলাও মাংস নয়, খালি পেটের দলে, ইঙ্গিতপূর্ণ মনোরঞ্জন

পোলাও মাংস নয়, খালি পেটের দলে, ইঙ্গিতপূর্ণ মনোরঞ্জন

একদলের পাতে পোলাও মাংস, আর অন্যদল না খেয়ে খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমতে যায়। হুগলির একের পর এক নেতা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হতেই ফেসবুক পোস্টে আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর।
এর আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর মুখ খুলেছিলেন মনোরঞ্জন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতারিতে মনোরঞ্জন ফেসবুক পোস্টে লিখেছেন পোলাও মাংস খাওয়া লোকজন ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ের  ঘি কম পড়েছে আরও ঘি ঢালতে। তবে যারা না খাওয়ার দলে রয়েছে, তিনি তাদের জন্য লড়ছেন। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে তাতে তাঁর কিছু যায় আসে না বলেও মন্তব্য করেছেন। 

More News

সিএএ-এনআরসি নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা : শুভেন্দু 

0
নন্দীগ্রামে সিএএ-এনআরসি নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের জনসভা থেকে এভাবেই আক্রমণ করেছেন...

সৃজনের গাড়িতে ইটবৃষ্টি, ছিঁড়ল পতাকা-ফ্লেক্স, গো ব্যাক স্লোগান

0
যাদবপুর প্রচার চলাকালীন ফের তৃণমূলের বাধার মুখে পড়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ঘটনার জেরে উত্তেজনা...

চোর-ডাকাত স্লোগান যুদ্ধ লকেট-অসীমার, অর্জুনকে গো ব্যাকও

0
ধনেখালিতে সম্মুখ সমরে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের অসীমা পাত্র। তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে চোর স্লোগান...