একদলের পাতে পোলাও মাংস, আর অন্যদল না খেয়ে খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমতে যায়। হুগলির একের পর এক নেতা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হতেই ফেসবুক পোস্টে আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর।
এর আগে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর মুখ খুলেছিলেন মনোরঞ্জন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতারিতে মনোরঞ্জন ফেসবুক পোস্টে লিখেছেন পোলাও মাংস খাওয়া লোকজন ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ের ঘি কম পড়েছে আরও ঘি ঢালতে। তবে যারা না খাওয়ার দলে রয়েছে, তিনি তাদের জন্য লড়ছেন। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে তাতে তাঁর কিছু যায় আসে না বলেও মন্তব্য করেছেন।