পোস্টার-পাল্টা পোস্টারে ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্ধ। এবার অমিতাভ চক্রবর্তী ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে। বিজেএমসি-র নামে পোস্টার দেওয়া হয়েছে।
পোস্টারে অমিতাভ চক্রবর্তীদের পাশে থাকার বার্তা লেখা হয়েছে। এর আগে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল শহরে। বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যানার দেওয়া হয়েছিল। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউর পাশাপাশি ব্যানার দেওয়া হয়েছিল মুরলীধর সেন লেনেও। এই ঘটনায় বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দলের রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের সামনেও অমিতাভদের সমর্থনে পোস্টার পড়েছে।কয়েকদিন আগে এক্সাইড মোড়ের কাছে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের বৈঠকের পরের দিনই শহরে রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়ায় ফের শুরু হয়েছিল বিতর্ক।