লোকসভা ভোটের আবহেই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী সবপক্ষ। মঙ্গলবার ভাঙড়ে নির্বাচনী প্রচার সেরেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
ভাঙড়ের ঘটকপুকুর থেকে কাঁঠালিয়া পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেছেন সৃজন ভট্টাচার্য। এদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রচারে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী ডা প্রনত টুডুর সমর্থনে গড়বেতার সত্যনারায়ণ মোড় থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত পদযাত্রা ও জনসংযোগ সেরেছেন।একইভাবে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবরডাঙ্গায় রোড শো করেছেন অভিনেতা দেব। দেবকে দেখতে হাজার হাজার উৎসাহী মানুষের ভিড়। এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়-সহ অগণিত বিজেপি কর্মী সমর্থকরা।