সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে অসমের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি বিজেপি নেতৃত্ব।পুলিশ সূত্রে খবর, কার্বি আংলং জেলার বিজেপি কিসান মোর্চার সচিব মুন ইংটিপিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে বলে দাবি। যদিও বিজেপি নেত্রীর বিরুদ্ধে কত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, তা জানায়নি পুলিশ। এক চাকরিপ্রার্থীর দাবি, গত কয়েক বছরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে ৯ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন মুন ইংটিপি।কার্বি আংলং জেলার অতিরিক্ত পুলিশ সুপার নয়ন বর্মণ বলেছেন, অভিযুক্ত বিজেপি নেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের যথেষ্ট প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে তাদের টিম।