প্রথমবার ফরাসি ওপেন জিতেছেন লাল সুরকির রাজা কার্লোস আলকারাজ।ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন জার্মানির আলেকজ়ান্ডার জ়েরেভকে। পুরুষদের তৃতীয় ও চতুর্থ বাছাই তারকার মধ্যে টান টান খেলা হয়। এক সময় ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন আলেকজ়ান্ডার জ়েরেভ। কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না কার্লোস আলকারাজ।
চতুর্থ ও পঞ্চম সেট জিতে খেলা নিজের নামে করেন তিনি। চতুর্থ সেটের শুরুতেই জ়েরেভের সার্ভিস ভেঙে দেন কার্লোস আলকারাজ। পর পর চারটি গেম জেতেন তিনি। ঝড়ের গতিতে খেলছিলেন। ফিলিপে শাঁতিয়ের কোর্টের দর্শকেরা তাঁকে উৎসাহ দিচ্ছিলেন। চতুর্থ সেট ৬-১ গেমে নিজের নামে করেন কার্লোস আলকারাজ। খেলা গড়ায় পঞ্চম সেটে।পঞ্চম সেটেও নিজের খেলা চালিয়ে যান কার্লোস আলকারাজ। অন্যদিকে, খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত দেখাচ্ছিল আলেকজ়ান্ডার জ়েরেভকে। তাঁর সার্ভিস দু’বার ভাঙেন কার্লোস আলকারাজ। দেখে বোঝা যাচ্ছিল, হার মেনে নিচ্ছেন আলেকজ়ান্ডার জ়েরেভ।শেষ পর্যন্ত ৬-২ পঞ্চম সেট জিতে নিজের প্রথম ফরাসি ওপেন জিতে নেন কার্লোস আলকারাজ। আরও একবার খালি হাতেই ফিরতে হয়েছে আলেকজ়ান্ডার জ়েরেভকে।৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন রাফায়েল নাদালের শিষ্য।