হাতির দ্বার দিয়ে নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেখানে কুমির দ্বার দিয়ে সংসদে প্রবেশ করবেন বাকি সাংসদদেরা।
মঙ্গলবার নতুন সংসদ ভবনের যাত্রার সূচনা হয়েছে। আকারে ত্রিকোণ সংসদ ভবনের মোট ছ’টি প্রবেশদ্বার রয়েছে। প্রাচীন ভারতীয় ভাস্কর্যের ছোঁয়া রয়েছে তাতে। এরমধ্যে একটি প্রবেশদ্বারের নাম গজদ্বার। জ্ঞান, উন্নতি, অর্থ, বৃদ্ধি, স্মৃতি এবং আকাঙ্খার প্রতীক সেটি। সেখানে ঢোকার মুখে পাথরের তৈরি দু’টি হাতি বসানো রয়েছে। এই প্রবেশদ্বার একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, প্রবেশদ্বার মকর দিয়ে সংসদ ভবনে ঢুকবেন বাকি সাংসদরা। বিভিন্ন প্রাণীর অঙ্গের সংমিশ্রণ চোখে পড়ে সেখানে। বিবিধের মাঝে মিলন মহানের বার্তাই তুলে ধরা হয়েছে তাতে। এছাড়াও নতুন সংসদভবনে অশ্ব, গরুড়, শার্দুল এবং হংসদ্বারও রয়েছে।এরমধ্যে অশ্ব ধৈর্য, শক্তি এবং গতির প্রতীক। শাস্ত্রীয় মতে, আশা, জয় এবং সাফল্যের প্রতীক গরুড়। শার্দুল তেজ এবং বিজয়ের প্রতীক। হংস শান্তি এবং সদ্ভাবের প্রতীক। এই হংসদ্বার দিয়ে নতুন সংসদভবনে ঢুকতে পারবেন সাংবাদিকরা। ভারতের বহুত্ববাদী ভাবনা নতুন সংসদ ভবনে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।