Monday, September 25, 2023
Top Newsপ্রয়াগরাজে বালির নীচে শতাধিক দেহ

প্রয়াগরাজে বালির নীচে শতাধিক দেহ

করোনার স্মৃতি উষ্কে আবারও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গার পাড়ে বালির নীচ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহ। কোনওটার প্লাস্টিক দেখা যাচ্ছে, কোনও দেহ আবার বেরিয়ে এসেছে। সেই ফাফামউ ঘাটেই আবার একই দৃশ্য ধরা পড়েছে সম্প্রতি।
যা নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর যদিও এই ঘাটে শবদেহ কবর দেওয়ার রীতি বহু পুরনো। কোভিডের সময় শয়ে শয়ে দেহ কবর দেওয়া হয়েছিল এই ঘাটে। কিন্তু যে হারে সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে, তার পর থেকেই ওই ঘাটে কবর দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। কিন্তু তার পরেও কবর দেওয়া বন্ধ হয়নি। সেই দেহ আবার বালির নীচে বেরিয়ে আসায় অস্বস্তিতে প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, যে ভাবে রীতি-রেওয়াজের নামে এই ঘাটে কবর দেওয়া চলছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। এ প্রসঙ্গে প্রয়াগরাজের মেয়র জানিয়েছেন, জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে যাতে এ ভাবে গঙ্গার পাড়ে বালির নীচে শবদেহ কবর দেওয়া না হয়।

More News

সিবিএসইর দশম-দ্বাদশ শ্রেণিতে এগিয়ে ছাত্রীরা     

0
পূর্বঘোষণা অনুযায়ী মেধাতালিকা ছাড়াই প্রকাশিত হয়েছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল।পাশের হার ৯৩.১২ শতাংশ।...

অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল যোগী প্রশাসন 

0
উত্তর প্রদেশের বিএসপি বিধায়ক রাজু পাল খুনের প্রধান সাক্ষী উমেশ পাল দিন কয়েক আগে প্রয়াগরাজে...