অন্য একটি প্রস্রাবকাণ্ডে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।
ডিসেম্বরে প্যারিস থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে এই ঘটনা ঘটেছিল। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর জানতে পারে ডিজিসিএ। তার আগে বিমান সংস্থার তরফে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে প্রস্রাবকাণ্ডের দ্বিতীয় ঘটনাটিতে চিঠি দিয়ে ওই মহিলা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিযুক্ত। ৫ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়। সঠিক সময়ে অভ্যন্তরীণ কমিটিতে রিপোর্ট জমা না দেওয়ায় পদক্ষেপ করা হয়েছে বিমান সংস্থার বিরুদ্ধে।