সারদা মামলায় প্রাক্তন সিপিএম বিধায়ক, ইস্টবেঙ্গল কর্তা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরের স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির আর্থিক মূল্য ৬ কোটিরও বেশি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সারদা মামলায় সুবিধাভোগী প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন বিশ্বাস, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বিশ্বাস এবং পি চিদম্বরমের স্ত্রী নলিনী সহ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পিএমএলএ আইন অনুযায়ী ৩ কোটি ৩০ লাখ টাকার স্থাবর সম্পত্তি এবং ৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল আদালত। সেইমত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।