প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছিল, তবুও তিনি বিষয়টি নিয়ে চিন্তিত নন। জঙ্গিপুরের জনসভা থেকে রাজারামকাণ্ডে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক আরও বলেছেন তিনি মানুষের জন্য কাজ করার লোক, মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষের আশীর্বাদ যদি থাকে, মানুষের সমর্থন যদি থাকে, তাহলে পৃথিবীর কোনও শক্তি তাঁকে স্পর্শ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি অভিষেক বলেছেন বিজেপির অঙ্গুলিহেলনে বিগত কয়েক বছর ধরে তাঁকে ক্রমাগত হেনস্থা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। ইডি, সিবিআই তাঁকে কখনও দিল্লিতে ডেকেছে, কখনও কলকাতায় ডেকেছে, এমনকী তাঁর স্ত্রী, তাঁর বয়স্ক বাবা মাকেও ছাড়েনি। সবাইকে ডেকেছে, সবাইকে হেনস্থা করেছে। অভিষেক আরও বলেছেন তাঁর হেলিকপ্টারে পর্যন্ত রেইড করেছে ইনকাম ট্যাক্স।