প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০২০-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করবে ইডি-সিবিআই।
কিভাবে পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এস বসু রায় এন্ড কোম্পানিকে দেওয়া হল। নতুন ভাবে এফআইআর দায়ের করে তদন্ত করবে ইডি-সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৪-র টেটের উত্তপত্রের মূল্যায়নের বরাত পেয়েছিল এস বসু রায় এন্ড কোম্পানি। এই কোম্পানিকে কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করেছিল পর্ষদ। পর্ষদের তৎকালীন এডহক কমিটির সদস্যদের ৪৮ ঘন্টা মধ্যে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। প্রয়োজনে হাতের হেফাজতেও নিতে পারবে সিবিআই কিংবা ইডি। তবে, ওই এডহক কমিটিতে একজন ৮০ বছরের মহিলা আছেন তাকে হেফাজতে নেওয়া যাবে না। একইসঙ্গে তদন্তের বিষয়ে নিজের মধ্যে তথ্য আদানপ্রদান করবে ইডি-সিবিআই জানিয়েছে আদালত। সিবিআই ও ইডি আলাদাভাবে ২০ এপ্রিলের মধ্যে প্রার্থমিক রিপোর্ট পেশ করবে, নির্দেশ হাইকোর্টের।