২০২৩ আর ২০১৮-র মত হবে না প্রতিরোধ হবে। ফলতায় বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দলীয় সভার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অপরাধে ৩ বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফ্রিজ সারানোর নামে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে পিস্তল দেখিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থা বিজেপির যুব মোর্চা কর্মী রাজু মিস্ত্রিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পরেছেন শুভেন্দু বলেছেন এটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত জয়ে মডেল ডায়মণ্ড হারবার মডেল। তবে এবার আর আগের মত নয় প্রতিরোধ হবে, অন্য কিছু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।