Monday, March 27, 2023
আন্তর্জাতিক সংবাদফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদ

ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদ

ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদের অনুমোদন দেওয়ার ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কে গিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তার সঙ্গে বৈঠকের পরই এরদোয়ান জানিয়েছেন, ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন দেওয়ার বিষয়টি সংসদে তুলবেন তিনি।

উল্লেখ্য,১০ মাস আগে সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছিল তুরস্ক। সেই চুক্তি অনুযায়ী,‍ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত জঙ্গিদের ফেরত দেওয়াসহ বিভিন্ন শর্ত দিয়েছিল আঙ্কারা। সেসব শর্ত ফিনল্যান্ড পূরণ করেছে বলে জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন,ত্রিপক্ষীয় চুক্তিতে থাকা শর্ত পূরণের ক্ষেত্রে,দেখা গেছে ফিনল্যান্ড কার্যকর এবং সত্যিকারের পদক্ষেপ নিয়েছে।এখন ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি যাবে তুরস্কের সংসদে। সেখানে এই প্রস্তাব পাস হতে হবে। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রায় ১০ মাস আগে একসঙ্গে বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা করে ফিনল্যান্ড ও সুইডেন। ৩০ সদস্যের ন্যাটোর ২৮টি দেশ এ দু’টি দেশকে অনুমোদন ইতোমধ্যে দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আছে তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদন। ফিনল্যান্ড-সুইডেন একসঙ্গে আবেদন করলেও আপাতত সুইডেনের অনুমোদন দেবে না তুরস্ক।

More News

তুরস্ক ও সিরিয়ায় তহবিল পাঠাবে হাম্বল বান্ডল

0
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নতুন এক গেমিং বান্ডল তৈরি...

জাপানে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক

0
ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।উত্তর জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয় বলে জাপানের...

তুরস্কে আবারও ভূমিকম্প

0
বিপর্যয়ের দু’সপ্তাহের মধ্যে ফের ভূমিকম্প তুরস্কে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তুরস্ক-সিরিয়া সীমান্তে কম্পন অনুভূত...