প্রকৃত ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে কে কোন পদে আছে দেখা হবে না কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। কামারহাটির সভায় আবারও হুঁশিয়ারি মদন মিত্রের। তিনি আরও বলেছেন মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন তাঁরা সাবধান। সবাই পর্যবেক্ষণে রয়েছে।
তাঁর আরও হুঁশিয়ারি পদ আজ আছে কাল নাও থাকতে পারে। পদ থেকে সরাতে ২ মিনিট সময় লাগবে। কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানার প্রয়োজন নেই। প্রকৃত তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে এমন অবস্থা করা হবে যে পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ারনিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে। এদিকে পঞ্চায়েত ভোট মিটতে ফের বিদ্রোহী ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নির্দল প্রার্থীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করে কার্যত রাজ্য নেতত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে জেলা সভানেত্রীকে অপসারণের দাবিতে অনড় রয়েছেন হুমায়ুন। তাঁর হুঁশিয়ারি তিনি নির্দলদের সঙ্গে রয়েছে। পারলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক।