মার্ভেল সিরিজের সুপারহিরো হাল্ক, উইচারের নায়ক জেরাল্ট, ভিডিও গেম ডুমের ডুমস্লেয়ার’সহ বেশ কয়েকটি নতুন চরিত্র আনার প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করেছে এপিক গেমসের অনলাইন, গেম ফোর্টনাইটের চতুর্থ অধ্যায়ের প্রথম সিজন।গেমটিতে আরও আছে আনরিয়েল ইঞ্জিন ৫.১ চালিত পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স ও বিভিন্ন নতুন ফিচার।রিপোর্ট অনুযায়ী,আগেই উল্লেখ করা বিভিন্ন সংযোজনের পাশাপাশি গেমারকে পুরোপুরি নতুন এক রাজত্বে নিয়ে যাবে ফোর্টনাইট গেমের শেষ অধ্যায়।
পাশাপাশি,ডার্ট বাইক, তুষারধসে গড়িয়ে যাওয়ার ক্ষমতা, নিজেকে আকাশে উৎক্ষেপণের উপায়, শকওয়েভ হ্যামারের মাধ্যমে শত্রুদের আক্রমণ, নতুন হার্ডল মেকানিক, রিয়ালিটি অগমেন্ট’সহ বেশ কিছু সুবিধা এনেছে গেমটির নির্মাতা।গেমটির আইটেম শপ ও ব্যাটল পাস-এ আসন্ন নতুন পোশাকে গেমারদের দেখার মতো নতুন অনেক কিছুই আছে। তবে, আইটেম শপে পরবর্তী কোনো তারিখে যোগ দেবে হাল্ক। আর সিজনের অগ্রগতির সঙ্গে সঙ্গেই ব্যাটল পাস আনলকের অংশ হিসেবে আসবে অন্যান্য চরিত্র।ডুম স্লেয়ার ও জেরাল্ট অফ রিভিয়া ব্যাটল পাসের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হলেও গেমের মূল চরিত্র সেলিন, মাসাই, ডাস্টি, নেজুমি, হেলসি ও দ্য এইলেস’কেও আনলক করতে পারবেন গেমাররা।গেইমটির লঞ্চ ট্রেইলার থেকে আরও ইঙ্গিত মিলেছে, এতে শীঘ্রই যোগ দেবে জাপানের অ্যানিমেটেড সিরিজ,মাই হিরো অ্যাকাডেমিয়া’র মূল চরিত্র ডেকু।এইসব সুবিধা মিলবে প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস, পিসি ও ক্লাউড গেমিংয়ে থাকা নানিতে, লুমেন, ভার্চুয়াল শ্যাডো ম্যাপস ও টেম্পোরাল সুপার রেজুলিউশন ব্যবহারের মাধ্যমে।