আগামী পঙ্গল সংক্রান্তিতে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণের সবচেয়ে বড় সুপারস্টার বিজয়ের ভারিসু চলচ্চিত্রটি। নির্মাতারা সিনেমাটির ব্যাপক প্রচার করছেন।এদিকে একই সময়ে অজিতের থুনিভু-ও বক্স অফিসে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে।দুই সুপারস্টারের মুখোমুখি লড়াইয়ে ফ্যান ফলোয়াররা দারুণ উত্তেজিত।
কারণ দীর্ঘ আট বছর পর একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার সিনেমা।তবে দুই সিনেমার এমন সংঘর্ষের টানটান উত্তেজনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজয়।তার এই প্রতিক্রিয়ার বিষয়টি জানিয়েছেন অভিনেতা শাম। ভারিসু’তে বিজয়ের ভাইয়ের ভূমিকায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাম। সম্প্রতি শাম একটি ইউটিউব চ্যানেলে তাঁর শেষ সাক্ষাৎকারে কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন বিজয় সম্পর্কে।শাম বলেছেন, পঙ্গলে অজিতের থুনিভু মুক্তির ঘোষণা দেওয়ার পর তিনি বিজয়কে ফোন করে অজিতের সিনেমার মুক্তির বিষয়টি জানিয়েছিলেন।কিন্তু বিজয় বেশ শান্ত ছিলেন এবং তার বন্ধু অজিত-র চলচ্চিত্রটির বিষয়ে জেনে খুশি হয়েছেন।এটি তাঁর চলচ্চিত্রের সঙ্গে মুক্তি পাচ্ছে জেনে তিনি শুভ কামনা জানান। তিনি থুনিভু’এবং ভারিসুকে একসঙ্গে সফল দেখতে চান বক্স অফিসে।এর আগেও অজিতের বীরাম সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছিলেন বিজয়।সিনেমাটি ২০১৪ সালে পঙ্গলের সময় বক্স অফিসে বিজয়ের জিলা’র সঙ্গে মুক্তি পায় এবং বক্স অফিসে লড়াই করে।অভিনেতা শামকে অজিতের থুনিভু’-তে অভিনয়ের জন্যও অন্তর্ভুক্ত করা হয়েছিল।কিন্তু বিজয়ের ভারিসু’র শুটিংয়ের কারণে অভিনেতা অজিতের সিনেমাটি করতে পারেননি। ভারিসু সম্পর্কে শাম আরো বলেছেন, এখন পর্যন্ত কেউ ভারিসুর গল্প অনুমান করতে পারেনি।এটি ফ্যানদের জন্য বিজয়ের একটি চমক।সিনেমাটি বিজয়ের অন্যান্য সিনেমা থেকে ভিন্ন হতে যাচ্ছে।