বছরের প্রথম দিনেও বোমায় আক্রান্ত শৈশব। কাঁকিনাড়া, মিনাখাঁ, কালিয়াচক, নানুর, সোনারপুরের পর এবার মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমায় জখম হয়েছে ৯ বছরের শিশু।
গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথাভাঙার কেদারহাট এলাকায় কালভার্টের নীচে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে খড়দহের টাটা গেট এলাকায় তৃণমূল পার্টি অফিসের কাছে বোমা পড়ে । কে বা কারা বোমা ছুঁড়েছে তা স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ।