বাংলার দুগ্গা মা বিশ্বজনীন। এই ব্যানারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিছিল হয়েছে কলকাতায়। রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মহিলা পরিচালিত দুর্গাপুজোর উদ্যোক্তারা শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন। দুর্গাপুজোর অন্তত ৯ মাস আগেই ঢাক, কাসর সহযোগে এই মিছিলে দুর্গাপুজোর আবহ তৈরি হয়। উদ্যোক্তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। আর যার জন্য এই সম্মান সেই মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতেই এই মিছিলের আয়োজন।