পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপির সাংসদরা। যার নেতৃত্বে থাকবেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
২৮ তারিখ প্রধানমন্ত্রী রাজ্যের বিজেপির সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপি সূত্রে খবর রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংসদদের মুখ থেকে শুনতে চান প্রধানমন্ত্রী। রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এবিষয়ে সুকান্ত মজুমদার বলেছেন মোদীজি অভিভাবক। তিনি কোনও পরামর্শ দিলে সেটা শিরোধার্য ।