সরস্বতী পুজোয় আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর রাজ্যপালের বাংলা শেখা সহজ করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
রাজভবনের অনুষ্ঠানে লালপাড় হলুদ শাড়ি পরা ছোট একটি মেয়ে হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায়। তারপর রীতি মেনে গুরুদক্ষিণা বাবদ মেয়েটির হাতে তুলে দেন উপহারও। এদিকে রাজ্যপালকে বর্ণপরিচয় তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মূলত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখতে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে প্রথম এবং দ্বিতীয় ভাগ থেকে। মাতৃভাষাকে সম্মান জানিয়ে এবং রাজ্যপালের শেখার সুবিধার জন্য এটা তাঁর হাতে তুলে দিয়েছেন। এটা খুবই গর্বের মুহুর্ত। তিনি