নির্বাচনী প্রচারে গিয়ে বাঙালিদের নিয়ে মন্তব্যের পরের দিন সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অভিনেতা তথা রাজনীতিবিদ পরেশ রাওয়াল। গুজরাটের ভালসাদে নির্বাচনী প্রচারে গিয়ে পরেশ রাওয়াল বলেছেন, গুজরাটিরা মূল্যবৃদ্ধি সহ্য করে নিলেও বাংলাদেশি বা রোহিঙ্গারা তা মেনে নিতে পারবেন না।
তাঁর কথায়, দেশের কর্মসংস্থাও হবে। গ্যাসের দামও কমে যাবে। কিন্তু সেই সিলিন্ডার নিয়ে গুজরাটবাসী কি বাঙালিদের জন্য মাছ রান্না করবেন বলে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি, তাদের কথা ও আচরণ নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য প্রকাশে আসতেই টুইটজুড়ে সমালোচনার ঝড় তোলেন নেটিজেনদের একাংশ। অনেকেই দাবি তোলেন, অভিনেতা বাঙালিদের অপমান করেছেন। যাবে বিতর্কের মাঝেই শুক্রবার সকালে টুইটবার্তায় পরেশ রাওয়াল বলেছেন, মাছ নিয়ে কোনও সমস্যা নেই কারণ গুজরাটিরাও মাছ খান। তিনি বাঙালি বলতে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারী ও রোহিঙ্গাদের কথা বলেছেন। টুইটারে ভাবাবেগকে আঘাত করার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।