দীর্ঘ টানাপোড়েনের শেষে বাড়ি ফিরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, দু’দিন বন্দি থাকার পর শনিবার ভোরে সমর্থকদের প্রবল উল্লাসধ্বনির লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত ইমরান খানের সঙ্গে ছিলেন তাঁর দলের সমর্থকরা।এদিকে, বাড়ি পৌঁছে ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। ইমরান খানের দাবি করেন, কিছুতেই তাঁকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরতে দিচ্ছিলেন না ওই পুলিশ আধিকারিক। জামিন পাওয়ার পরও নিরাপত্তার অজুহাতে তাঁকে প্রায় তিনঘণ্টা ধরে আটকে রাখা হয়।এই অপহরণের কথা গোটা পাকিস্তান জানতে পারবে। এই কথা বলার পর বাধ্য হয়ে তিনি তাদের মুক্তি দেন। বাইরে এসে তিনি দেখেন রাস্তায় সেই অর্থে কোনও ভিড় বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও কারণ নেই।উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল।তারপরেই অগ্নিগর্ভ হয়ে উঠে পাকিস্তানের পরিস্থিতি।