অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়েছে চলতি বছর রাখী পূর্ণিমার দিন স্বস্তিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তার একটি অস্ত্রোপচার হবে। খবর,ইতিমধ্যে হয়ে গেছে অপারেশন।আর এখন সুস্থ আছেন অভিনেত্রী স্বস্তিকা।
তবে কেন অপারেশন করা হয়েছে অভিনেত্রীর সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও স্ত্রীরোগ সংক্রান্ত কোনো কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন একেবারে সুস্থ আছেন স্বস্তিকা।ইতিমধ্যে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরে এসেছেন।চিকিৎসকরা নাকি তাকে ন্যূনতম এক মাস বিশ্রাম নিতে বলেছেন।কোনো রকম কাজ তাই এই সময়ে রাখতে পারবেন না অভিনেত্রী। বর্তমানে কলকাতাতেই আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।খবর অনুসারে, চলতি বছর নভেম্বর মাস থেকেই বাংলাদেশে শুটিং শুরু হওয়ার কথা স্বস্তিকার।অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। অভিনেত্রী বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই লিখেছিলেন।তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়ের অসুস্থতা বা অস্ত্রোপচারের খবরে উদ্বেগ প্রকাশ করেন অনেক ফ্যান ফলোয়ার। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।