বাম আমলে দুর্নীতি নিয়ে উদয়ন গুহর পর এবার আক্রমণে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ।
প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে নিয়োগ করা হয়েছে। এদিকে বাম আমলে যোগ্য হয়ে বঞ্চিত চাকরিপ্রার্থী কারা তার তালিকা তৈরি করছে তৃণমূল। মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান ও দলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত চাকরির পরীক্ষার নম্বর বিকৃত হয়েছে বলে যাঁরা মনে করেন, তাঁদের নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার বৈধ নথি এই মেল আইডিতে পাঠানোর আবেদন জানিয়েছেন দেবাংশু। অভিযোগকারী চাইলে তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান।