শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কোনঠাসা তৃণমূল পঞ্চায়েত ভোটের আগে বাম আমলের দুর্নীতি নিয়ে মাঠে নামতে চাইছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষক সংগঠনের দায়িত্ব দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন সেই তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তৃণমূল যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তাও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কেউ দুর্নীতি করলে ব্যক্তিগতভাবে সেই দায়িত্ব তাঁকে নিতে হবে, তাঁর শাস্তি হবে। কিন্তু এ ব্যাপারে দল হস্তক্ষেপ করবে না। পাশাপাশি এই ইস্যুতে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন।