নির্দল প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। জানা গিয়েছে মঙ্গলবার নির্দল প্রার্থী হিসেবে বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ।
রাতে ১০-১২ জনের বাইকবাহিনী কাকলি ঘোষ এবং তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে তুলে নিয়ে যায বলে অভিযোগ। কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে মেল করে অভিযোগ জানিয়েছেন। হাবড়া থানাতেও অভিযোগ জানিয়েছেন। দিলীপ দাসের অভিযোগ প্রার্থীর বাড়ির চারপাশে তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে। নির্দল প্রার্থীর অপহরণের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসত কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ও।