বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এরাজ্যের ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৪৪ জন। রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে জানানো হয়েছে মৃতদের মধ্যে বারুইপুর পুলিশ জেলার ৮ জন, পূর্ব বর্ধমানের ৬ জন। সুন্দরবন পুলিশ জেলার ৩ জন রয়েছেন।
জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া পুলিশ জেলা, হাওড়া গ্রামীণ জেলা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। মৃতদের মধ্যে জঙ্গিপুর ও পশ্চিম মেদিনীপুরের ২ জন করে রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪৪ জনও। পূর্ব মেদিনীপুরে আহতদের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে পূর্ব বর্ধমান। সেই জেলার আহতের সংখ্যা ৮৯ জন। পশ্চিম মেদিনীপুরে আহত যাত্রীর সংখ্যা ৭৩ জন।