বিএসএফ দায়িত্ব পালন করেন বলে দেশের মানুষ সুরক্ষিত। দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস এবং পেট্রাপোল থানার উদ্বোধনে গিয়ে বিএসএফের ভূয়সী প্রশাংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গের সমুদ্র সীমা থেকে বিস্তীর্ণ অঞ্চল রক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে বিএসএফ। তাঁর কথায় এই বাহিনী ছাড়া ভূমি সীমা রক্ষা কল্পনাও করা যায় না। অমিত শাহ যখন বিএসএফ-র প্রশংসায় যখন পঞ্চমুখ, তখন তাঁকে ইডি-র চার্জশিটের কথা স্মরণ করিয়েছে তৃণমূল । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, পার্থ ভৌমিকরা বলেছেন বিএসএফ গরুপাচারের সঙ্গে যুক্ত তার উল্লেখ ইডির চার্জশিটে রয়েছে। সেসম্পর্কে একটা কথাও বলছেন না অমিত শাহ। তাঁর রাজ্য সফরের আগে তৃণমূলের তোলা ৫ প্রশ্নের এখনও কোনও জবাব দেননি অমিত শাহ। শশী পাঁজা আরও বলেছেন বিএসএফের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কারণেই বাগদায় ধর্ষণ, পাচার, দিনহাটা, শীতলকুচির মত ঘটনা বাড়ছে।