কংগ্রেস ছেড়েছিলেন আগেই,এবার বিজেপিতে যোগ দিয়েছেন দেশের প্রথম গভর্নর জেনারেল কেসি আর রাজাগোপালাচারীর নাতি সি আর কেশবন।
বিজেপিতে যোগদান করে তিনি বলেছেন, তাঁকে দলে অন্তর্ভুক্ত করায় তিনি খুশি। তিনি এমনদিনে বিজেপিতে যোগদান করেছেন, যেদিন প্রধানমন্ত্রী স্বয়ং তামিলনাড়ুতে রয়েছেন। প্রধানমন্ত্রীর নীতি ভারতকে ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরীত করেছে। কংগ্রেসের মূল্যবোধ চলে যাওয়ার অভিযোগ তুলে চলতি বছরের ফেব্রুযারিতেই দল ছেড়েছিলেন তিনি। যোগ দিতে দেখা যায়নি ভারত জোড়ো যাত্রাতেও।