কথা রাখেনি বিজেপি, সোমবার এই ঘোষণা করে দল ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। সোশাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের কথা ঘোষণা করেছেন অভিনেতা। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। রাজনীতিতে বনির আর মন টিকছে না বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল।
সোমবার তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। বাংলার মানুষ এবং বাংলা চলচ্চিত্র জগৎকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তাতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি। গত বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই বিজেপি-তে যোগ দেন বনি। অভিনেতা হিসেবে মাত্র কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েই রাজনীতিতে পদার্পণের তাঁর এই সিদ্ধান্তে অনেকেই অবাক হন। তবে তার চেয়েও বেশি অবাক হন মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ের ঠিক উল্টোপথে হাঁটার সিদ্ধান্তে। বাংলার সংস্কৃতির পরিপন্থী বিজেপি-র বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চান বলে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছিলেন পিয়া এবং কৌশানী।