Sunday, September 24, 2023
Top Newsবিজেপি নেতার বাড়িতে বোমা, আহত নাবালক-সহ ৩ 

বিজেপি নেতার বাড়িতে বোমা, আহত নাবালক-সহ ৩ 

নদিয়ার শান্তিপুরে বিজেপির জয়ী প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে আবারও বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত নদিয়ার শান্তিপুরের গবার চর মাঝেরপাড়া এলাকা।
জানা গিয়েছে পরিবারের সদস্যরা রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। সে সময়েই বাড়ির জানালা লক্ষ্য করে কেউ বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।একটি বোমা বিছানার ওপরে গিয়ে পড়ে। আহত হয় এক নাবালক-সহ তিন জন। বোমার অভিঘাতে বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙে যায়। ঘটনায় আতঙ্কিত গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের সদস্যরা। খবৱ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এলাকায় নতুন করে যাতে আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে শান্তিপুর থানার পুলিশ।অভিযোগ পঞ্চায়েতে বিজেপির প্রতীকে দাঁড়িয়ে জয়লাভের পর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস-সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ।যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায়।

More News

দেশের একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রয়োজন : মোদী 

0
দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রয়োজন। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের...

সংবিধানে উধাও সেকুলার-সোশালিস্ট, সরব অধীর 

0
এবার সংবিধানের শব্দ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী...

বামপন্থীরা বিশ্বে সর্বনাশ ডেকে এনেছে : ভাগবত 

0
বামপন্থীরা গোটা বিশ্বে সর্বনাশ ডেকে এনেছে।এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সম্প্রতি পুণেতে একটি...