ফ্রেট করিডরের জন্য রেলবস্তি উচ্ছেদে গিয়ে বাধার মুখে রেল। পরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ঘটনাস্থলে সেখানে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান দেয় বাসিন্দারা।
এর জেরে কার্যত একাধিক পরিবার। কয়েক মাস আগে সেই জমি থেকে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দেয় রেল কতৃপক্ষ। স্থানীয়দের দাবি পুনর্বাসন এবং ক্ষতিপূরণ না দিলে কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না। মঙ্গলবার সকালে রেল কর্তপক্ষ উচ্ছেদের জন্য এলাকায় পৌঁছলে বাধার মুখে পড়ে স্থানীয়দের। যদিও লক্ষ্মণ ঘোড়ুই জানিযেেন তিনি এলাকাবাসীদের পাশেই রয়েছেন। পুনর্বাসন ছাড়া কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না বলে জানিয়েছেন লক্ষ্মণ।